, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমার জীবনে বউ সবার প্রথমে, আর কাউকে দরকার নেই: রাজ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ০৭:৩৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ০৭:৩৬:৪৫ অপরাহ্ন
আমার জীবনে বউ সবার প্রথমে, আর কাউকে দরকার নেই: রাজ
জনপ্রিয় টলিউড পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন তারা। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।
 
সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর ৯ মাস। দাম্পত্য জীবন নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন রাজ চক্রবর্তী।

শুভশ্রী আসার পর আপনার জীবনবোধ বদলেছে কিনা? এমন প্রশ্নের উত্তরে রাজ চক্রবর্তী বলেন, ‘আমার জীবনটাই বদলে গিয়েছে। শুভশ্রী আসার আগে আমার জীবনে শুধু কাজই গুরুত্ব পেত। এখন আমার জীবনে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কাজ করি পরিবারের জন্য। আগে অনেক বেশি আবেগপ্রবণ ছিলাম।

অনেকের উপর সহজে ভরসা করে ফেলতাম। এখন শুধু বউয়ের উপর ভরসা করি। আগে সহজেই খারাপ লাগতো। এখন তেমনটা হয় না। এখন আরো গঠনমূলক চিন্তাভাবনা করি। সারা দিন কাজের পর বাড়ি গিয়ে শান্তি পাই। বউ আছে, মা আছে। আমার জীবনে বউ সবার প্রথমে, এখন আমার আর কাউকে দরকার নেই।’

আপনাদের সম্পর্কের শুরুতে অনেকে ভেবেছিলেন সম্পর্কটা টিকবে না? জবাবে রাজ চক্রবর্তী বলেন, ‘মানুষ কী ভাবছেন তা নিয়ে আমরা কখনো মাথা ঘামাইনি। এখনো তা নিয়ে ভাবি না। আমরা জানতাম আমরা কী করছি। যদিও এখন এই সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়েছি। বিয়ের পর পাঁচ বছর কেটে গিয়েছে। এই সেপ্টেম্বরে ছেলের বয়স তিন বছর হবে। আর একজন আসছে। এখন আর এসব ভাবার অবকাশ নেই।’

এদিকে দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি-রাজ। গত ২৭ জুন রাতে ফেসবুক স্ট্যাটাসে খবরটি জানান এই দম্পতি। বর্তমানে প্রেগন্যান্সির দ্বিতীয় পর্বে রয়েছেন শুভশ্রী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন শুভশ্রী।
সর্বশেষ সংবাদ
চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু

চাকরিপ্রত্যাশীদের ১ বছর রাষ্ট্র থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে:আমীর খসরু