, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আমরা জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ০৬:৪৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ০৬:৪৪:৪৩ অপরাহ্ন
আমরা জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী
আজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপির জন্মই হচ্ছে আজন্ম পাপ। বিএনপির জন্ম অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে, জাতির পিতার হত্যার মধ্য দিয়ে এবং সন্ত্রাসের মধ্য দিয়ে৷ আজ রবিবার ৬ আগস্ট গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সমাপনী বক্তব্যে এ কথা বলেন দলীয় সভাপতি।

এ সময়  সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। প্রত্যেকটা এলাকায় যা যা উন্নয়ন হয়েছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে, প্রচার করতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তাকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এদিকে বর্ধিত সভায় উপস্থিত সকল নেতারা হাত তুলে প্রধানমন্ত্রীর এই আহ্বানের সম্মান রক্ষায় নিজেরা অনড় থাকবেন বলে ওয়াদা করেন৷ শেখ হাসিনা বলেন, আমাদের একমাত্র শক্তি জনগণ। আমরা কারো কাছে মাথা নত করি না। এর আগে সকালে বিশেষ বর্ধিত সভায় সভাপতির প্রারম্ভিক বক্তব্যে তিনি বলেন, জনগণের শক্তিই আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের কোন প্রভু নেই, জনগণই আওয়ামী লীগের প্রভু। আমরা জনগণের কাছে দায়বদ্ধ।

আওয়ামী লীগই শুধু দেশের মানুষের কল্যাণে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই আমরা নির্বাচনের সময় দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার করে থাকি। তিনি আরও বলেন, আমরা কতটুকু করতে পেরেছি এবং ভবিষ্যতে কী করব; তা আমরা শুধু জনগণকে বলি, অন্য কাউকে নয়। এ প্রসঙ্গে তিনি তার দলের নেতাকর্মীদের বলেন, আমি চাই সবাই এটা মাথায় রেখে একসঙ্গে কাজ করবেন।
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নায়িকা পরীমণির প্রথম স্বামী