, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে অবৈধ চুল্লিতে কাঠ পুড়িয়ে অবাধে তৈরি হয় কয়লা

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ০৬:১৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ০৬:১৬:৫৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে অবৈধ চুল্লিতে কাঠ পুড়িয়ে অবাধে তৈরি হয় কয়লা
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: আবাদী জমির মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন বনজ ও ফলজ গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছে। এসব কয়লা তৈরির চুল্লি থেকে নির্গত হচ্ছে প্রচুর কালো ধোঁয়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগও আমলে নিচ্ছেন না এ ব্যবসায় জড়িতরা।

জানা যায়, উপজেলার ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই গ্রামে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে ১০টি কয়লা তৈরির বিশেষ ধরনের অবৈধ চুল্লি। বিশেষ ধরনের এ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা বানানো হয়। কাঠ পোড়ানোর সময় নির্গত হয় প্রচুর কালো ধোঁয়া। এতে একদিকে বনজ সম্পদ নষ্ট হচ্ছে, অপরদিকে ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাসজনিত নানা রোগব্যাধি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কয়লা তৈরির এ প্রক্রিয়ায় পরিবেশ ও জীববৈচিত্রের উপরও মারাত্মক প্রভাব পড়ছে।

উপজেলা প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠা এসব কয়লা তৈরির কারখানায় অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। জনবসতি এলাকায় ও ফসলি জমি নষ্ট করে এসব চুল্লি স্থাপন করা হয়েছে। শক্ত কাঁচা লাল মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে সপ্তাহে কমপক্ষে ৩০০-৩৫০ মণ কাঠ পোড়ানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করায় এলাকায় অক্সিজেন ঘাটতিসহ নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাই বৃদ্ধির আশংকা রয়েছে। তাই এই অবেধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
সর্বশেষ সংবাদ