, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


একসঙ্গে দুই বোনের বিসিএস জয়

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ০৬:০২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ০৬:০২:২০ অপরাহ্ন
একসঙ্গে দুই বোনের বিসিএস জয়
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু নামে দুই বোন ৪১তম বিসিএস ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে জান্নাত সুমি শিক্ষা আর জান্নাতুন নাঈম কৃষি ক্যাডার পেয়েছেন। তাদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ এলাকায়। বাংলাদেশ শিপিং করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. এয়াকুব মিয়া ও গৃহিণী রুপিয়া বেগমের তিন মেয়ের মধ্যে দুই জন বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ও কৃতিত্ব অর্জন করাতে ওই পরিবারে বেশ খুশির আমেজ। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুইবোনোর মধ্যে গুলে জান্নাত ২০০৭ সালে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ২০০৯ সালে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১০-১১ সেশনে রাজনীতি বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অপর বোন জান্নাতুন নাঈম ২০১১ সালে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি, ২০১৩ সালে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচসএসসি, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এদিকে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক ফারজানা কুমকুম সাংবাদিকদের জানান, ওরা দুজনই আমাদের কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস