এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী একটি ট্রেনের অন্তত ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রবিবার ৬ আগস্ট নবাবশাহ জেলার সাহারা রেলওয়ে স্টেশনের কাছে ওই ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে আহত হয়েছে ৮০ জনের বেশি।
পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম ডন জানায়, হাজারা এক্সপ্রেস নামের ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। উদ্ধারকাজে পুলিশের পাশাপাশি যোগ দিয়েছেন সেনাবাহিনী ও র্যাঞ্জার সদস্যরা। বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, লাইনচ্যুত হয়ে পড়ে আছে কয়েকটি বগি। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
দুর্ঘটনাস্থল করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে। রেল ও বিমান চলাচল মন্ত্রী খাজা সাদ রফিক জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল। নিহতদের প্রতি শোক জানিয়ে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী।
এদিকে হাজারা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ায় সিন্ধু প্রদেশের রেল চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। রেল কর্তৃপক্ষ বলছে, ১৮ ঘণ্টা বিপর্যয় থাকবে।
জিও নিউজ বলছে, পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা প্রায়ই ঘটে। রেল ব্যবস্থা ঠিকঠাক করতে দীর্ঘদিন ধরেই ফান্ড গঠনের চেষ্টা করছে দেশটির সরকার। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় রেল ব্যবস্থা উন্নত করার কথা বলছে প্রশাসন।