, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ডিবি কার্যালয়ে নায়িকা অপু বিশ্বাস

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ০৩:৪১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ০৩:৪১:০৪ অপরাহ্ন
ডিবি কার্যালয়ে নায়িকা অপু বিশ্বাস ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় তিনি ডিবি প্রধানের কার্যালয়ে আসেন।

সাইবার বিষয়ে সহযোগিতার জন্য অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে গেছেন বলে ডিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে শনিবার (৫ আগস্ট) রাতে গোপনে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় জান  জনপ্রিয় চিত্রনায়িকার অপু বিশ্বাস। থানায় প্রায় ৩০ মিনিট অতিবাহিত করে ৯টার দিকে বেরিয়ে যান তিনি। অপু বিশ্বাসের আগমনের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে গেলেন।  তিনি আরও জানান, ঢাকায় চাকরি করাকালীন সময় থেকেই তার সঙ্গে পরিচয়। এছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো বলে জানান তিনি।

এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর মাঝে সম্প্রতি ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গেছে তাদের। কদিন আগেই ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন নায়িকা।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা