, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ০১:০৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ০১:০৩:০২ অপরাহ্ন
ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না: প্রধানমন্ত্রী
ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না বলেই খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার ৬ আগস্ট সকালে গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণই ভোটের মালিক। আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে দেশের মানুষ। আওয়ামী লীগের কোনো প্রভু নেই। জনগণই আওয়ামী লীগের প্রভু। নির্বাচনের বিষয়ে জনগণের প্রতিই আওয়ামী লীগ দায়বদ্ধ।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। দেশের গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিএনপির হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান- সবাই খুনি। এ সময় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় আছে বলেই আজ বাংলাদেশ বদলে গেছে। বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশে সামরিক শাসন জারি হয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করতেই আওয়ামী লীগ সংগ্রাম করেছে। এর আগে, দেশের নানাপ্রান্ত থেকে বর্ধিত সভায় যোগ দেন তৃণমূলের নেতাকর্মীরা।
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ