, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অনেকে বলেছেন আমার নাচ দেখতেই নাকি হলে গেছেন: নুসরাত

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ১২:৩২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ১২:৩২:৪২ অপরাহ্ন
অনেকে বলেছেন আমার নাচ দেখতেই নাকি হলে গেছেন: নুসরাত
এখন অভিনয়ের পাশাপাশি নাচ-গানেও সমান পারদর্শী ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ঢালিউডের পাশাপাশি কলকাতার সিনেমাতেও কাজ করেন নিয়মিত। সিনেমায়  অভিনয়ের পাশাপাশি আলাদা করে আইটেম গানেও দেখা যায় তাকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে টালিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ নামের ওয়েব সিরিজের একটি আইটেম গান। সেই গানেও পারফর্ম করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

এর আগে গত কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে তার পারফরমেন্স মুগ্ধ করেছে তার ভক্ত-অনুরাগীদের। এসব নিয়েই এক সাক্ষাৎকারে কথা বলেছেন নুসরাত ফারিয়া। কলকাতার সিরিজের সেই নতুন আইটেম গানটি নিয়ে নায়িকা বলেন, ‘‘এটি কলকাতার পরিচালক রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজের জন্য করা। সিরিজের ‘মেনুকা’ শিরোনামে একটি আইটেম গানের অংশেই শুধু আমাকে দেখা যাবে। এটি কোনো প্রমোশনাল গান নয়, সিরিজের গল্পের অংশ। এর আগে ‘সুড়ঙ্গ’ সিনেমাতেও এভাবে কাজ করেছি।’’
 
পরপর কয়েকটি আইটেম গানে উপস্থিতি নিয়ে জানতে চাইলে নুসরাত ফারিয়া বলেন, ‘এ ধরনের কাজে পারদর্শিতা আছে বলেই করছি। আর ভালো কাজ হলে করব না কেন? এদেশ হোক, ওদেশ; ভালো ভালো কাজের প্রস্তাব এলে কেন করব না? নিজেকে এক্সপ্লোর করতে হবে, নিজেকে ভাঙতে হবে। সব ধরনের মানসম্পন্ন কাজের সঙ্গে যুক্ত থাকা উচিত বলে মনে করি। তাছাড়া এখন তো এ ধরনের কাজের একটা ট্রেন্ড যাচ্ছে। হয়তো এখন আমি করছি, ভবিষ্যতে প্রথম সারির কোনো না কোনো তারকা এটি করবে।’
 
বলিউড সিনেমার উদাহরণ টেনে এই নায়িকা আরও বলেন, ‘‘কয়েকদিন আগে ভারতে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দেখলাম। সেখানে এক গানের মধ্যে পাঁচ নায়িকাকে দেখলাম। তাহলে বোঝেন, ভালো কাজ হলে ছবির ছোট অংশতেও বড় বড় তারকা কাজ করতে পারেন। যেটি আমি করেছি। আবার আমি সব সময়ই যে এটি করব, তা-ও নয়। আগামী বছর নাও করতে পারি।’’
 
‘সুড়ঙ্গ’ সিনেমাতে আইটেম গান করলেও সেই সিনেমাটি এখনো দেখা হয়নি জানিয়ে নায়িকা বলেন, ‘আমার বন্ধুবান্ধব, আশপাশের পরিচিতজন, তাদের পরিবার নিয়ে সিনেমাটি দেখেছেন। অনেকে বলেছেন আমার নাচ দেখতেই নাকি হলে গেছেন। ছবির মধ্যে অন্যতম বেস্ট পার্ট নাকি আমার গান। সিনেমা হলে সিনেমা দেখার অভ্যাসটা আমার একটু কমই। এ ব্যাপারে আমি একটু অলস। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখা হয় না। সময় বের করে সিনেমাটি দেখব।’
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা