, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হঠাৎ ফতুল্লা থানায় অপু বিশ্বাস

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ১১:৩৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ১১:৩৩:৩১ পূর্বাহ্ন
হঠাৎ ফতুল্লা থানায় অপু বিশ্বাস ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হঠাৎ করেই এলেন ঢালিউড কুইন খ্যাত চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস। সেখানে বেশ কিছুক্ষণ অতিবাহিত করে পরে চলে যান।  শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে তিনি নিরবে থানায় আসেন এবং বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে নয়টার দিকে  চলে যান।

অপু বিশ্বাসের আগমনের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছেন। প্রায় ত্রিশ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে গেলেন।  তিনি আরও জানান, ঢাকায় চাকরি করাকালীন সময় থেকেই তার সঙ্গে পরিচয়। এছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো বলে জানান তিনি।

এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর মাঝে সম্প্রতি ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গেছে তাদের। কদিন আগেই ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন নায়িকা।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা