, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে এক হাজার কুরআন বিতরণ

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৩ ০৮:৫৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৩ ০৮:৫৯:৩৮ অপরাহ্ন
সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে এক হাজার কুরআন বিতরণ
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে এক হাজার কুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা। আজ শনিবার ৫ আগস্ট বাদ আসর জেলার শহীদ হাসান চত্বরে এই কুরআন বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এ সময় মুসল্লিদের হাতে পবিত্র কুরআন তুলে দেন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। কর্মসূচির প্রথম দিনে প্রায় দুই শ মানুষের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে এক হাজার কুরআন বিতরণের এই কার্যক্রম চলবে।

এদিকে কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্বমানবতার মুক্তির সনদ হলো মহাগ্রন্থ আল-কোরআন। এই মহাগ্রন্থের যেকোনো ধরনের অবমাননা বিশ্ব মুসলিম মেনে নেবে না। যারা কুরআনের অবমাননা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ সময় বক্তারা আরও বলেন, সুইডেনে কুরআন পোড়ানো হয়নি, বরং বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তারা একটি কুরআন পোড়ালে আমরা হাজার কুরআন বিতরণ করবো।

আয়োজিত পবিত্র কুরআন বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন মুফতী হাসানুজ্জামান, মাওলানা আখতারুজ্জামান, মুফতী আব্দুর রশিদ রজব, হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান মাফী প্রমুখ। 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর