গত বৃহস্পতিবার ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচনার নাম; কে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে নেতৃত্ব দেবেন?
সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা নিজেদের মতো করে মতামত দিচ্ছেন। শনিবার যেমন বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, সাকিবকে ক্যাপ্টেন্সি দেওয়ার কথা।
আজ শনিবার গণমাধ্যকে ওয়ানডে অধিনায়কের ব্যাপারে সুজন বলেন, “সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এইখানে। সাকিবের মাথা, ক্যাপ্টেন্সি, এক্সপেরিয়েন্স সবকিছুই তো বেশি। তারপরেও আমি লিটনকে ছোট করতে চাইনা; কারণ লিটন ভালো অধিনায়কত্ব করেছে। কিন্তু আমি মনে করে যে টিমে সাকিব আল হাসানের মতো খেলোয়াড় আছে; সাকিবকে দেওয়াই ঠিক। আমার ব্যক্তিগত মতামত হলে সাকিবের কথা চিন্তা করতাম।”
এদিকে সুজন মনে করেন, সাকিব-তামিম-মুশফিক অবসর নিলে, অধিনিয়কত্ব লিটন, মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত এদের মধ্য থেকেই কাউকে করতে হবে।
এছাড়া সাকিব আল হাসানকে যদি ওয়ানডে দলের অধিনায়ক করা নাও হয়; এটা তার জন্য বড় কোনো বিষয় বলে মনে করেন না সুজন। তার ভাবনা লিটন অধিনায়ক হলেও সাকিব আরও বেশি লিটনকে সাহায্য করবে।