, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজনীতি থেকেও ৫ বছর নিষিদ্ধ ইমরান খান

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৩ ০৪:১৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৩ ০৪:১৩:১০ অপরাহ্ন
রাজনীতি থেকেও ৫ বছর নিষিদ্ধ ইমরান খান
এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনীতি থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ডের রায়ের সঙ্গেই তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদের একটি আদালত। খবর জিও নিউজের।
 
আজ শনিবার ৫ আগস্ট তোশাখানা মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার এ রায় দেন। কারাদণ্ডের রায়ের পরপরই গ্রেফতার হয়েছেন ইমরান খান।
 
এদিকে হুমায়ুন দিলাওয়ার বলেন, ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে জাল বিবরণ জমা দিয়েছেন। তিনি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। নির্বাচনী আইনের ১৭৪ ধারার অধীনে পিটিআই প্রধানকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
দিলাওয়ার আদালতের আদেশ কার্যকর করার জন্য আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিশ প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। চলতি বছরের ১০ মে রাষ্ট্রীয় উপহার সামগ্রী বিক্রির অভিযোগে মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান। গত বছর রাষ্ট্রীয় উপহারের মালামাল বিক্রির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান। তার আইনজীবীরা বলেছেন, অবিলম্বে তারা আদালতে আপিল করবেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান