নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ‘খেলা হবে’ স্লোগান বর্তমান সময়ে রাজনীতির জনপ্রিয় একটি স্লোগান। শুধু দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুখেই নয়, বিভিন্ন তারকাদের মুখেও শোনা যাচ্ছে এই সংলাপ। ওপার বাংলায়ও বেশ আলোচিত এটি। এবার সেই স্লোগান নিয়েই নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র। এমন গুঞ্জন শোনা যাচ্ছে চলচ্চিত্র পাড়ায়।
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ শিরোনামে একটি ছবি কিংবা গান নির্মাণ হবে এমনটাই শোনা যাচ্ছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস তার ফেসবুক পেজে এমপি শামীম ওসমানের সঙ্গে ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘খেলা হবে’। সেই পোস্টেই অনেকে মন্তব্য করেছেন এবং শুভ কামনা জানাচ্ছেন।
এরপরই সেই গুঞ্জন নিয়ে উত্তেজনার পারদ আরও বেড়েছে। যদিও তাপস বিস্তারিত কিছু এখনই বলতে চাননি। তবুও একটা জল্পনা থেকেই গেছে।
গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী তাপসের সেই পোস্টে অনেকে মন্তব্য করেছেন এবং শুভ কামনা জানাচ্ছেন। ‘খেলা হবে’ শিরোনামে নতুন কোনো চমক হাজির হবে সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি মঙ্গলবার (১ আগস্ট) রাতে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এর মধ্যে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি নির্মাণ করবেন একটি। আরেকটি নির্মাণ করবেন ন’ডরাই-এর পরিচালক তানিম রহমান অংশু।