, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


লংকান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রহ হৃদয়, টপ বোলার সাকিব

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৩ ০১:২২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৩ ০১:২২:৪৩ অপরাহ্ন
লংকান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রহ হৃদয়, টপ বোলার সাকিব
গতকাল শুক্রবার রাতে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানের দল গল টাইটান্সের মুখোমুখি হয়েছিল তাওহিদ হৃদয়ের দল জাফনা কিংস। সেই ম্যাচে ৮ উইকেটে জয় লাভ করেছেন তাওহিদ হৃদয়রা। ব্যাট হাতে দারুণ করেছেন হৃদয়, খেলেছেন ২৩ বলে ম্যাচ ৪৪ রানের হার না মানা ইনিংস। ৪৪ বল হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় জাফনা।

এদিকে পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানের উদ্বোধনী জুটি পায় গল। এরপর দুনিথ ভেলালাগের বাঁহাতি স্পিনের সামনে দিশাহারা হয়ে পড়েন গলের ব্যাটাররা। ৫ নম্বরে ব্যাট করতে নেমে ৯ বলে সাকিব করেন মাত্র ৬ রান। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন দাসুন শানাকা।

ভেলালাগে ৪ ওভারে মাত্র ১০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ২০ ওভার শেষে ৯ উইকেটে ১১৭ রান করে গল। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে করতে নেমে সাকিবের স্পিন ঘুর্ণিতে দলীয় ১৭ রানে কাটা পড়েন চারিথ আসালাঙ্কা (৫)। এরপর ৮৩ রানের জুটি গড়েন রহমানুল্লাহ গুরবাজ ও তাওহিদ হৃদয়। ৫৪ রান করা গুরবাজকেও আউট করেন সাকিব।

অন্যদিকে, গুরবাজের চেয়েও বেশি আক্রমণাত্মক ছিলেন হৃদয়। ২৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি হার্ডহিটার। দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেছেন এই বাংলাদেশি তরুণ। ৪ ওভারে ৩১ রান খরচায় জাফনার দুইটি উইকেটই দখল করেন সাকিব। এই আসরে মোট ৫ উইকেট নিয়ে টপ বোলার সাকিব।

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জাফনা। দলের মতো শীর্ষে আছেন হৃদয়ও। তিন ম্যাচে ১২২ রান করে বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সমান ম্যাচে ১০৬ রান টিম সেইফার্টের। ১০৪ রান নিয়ে তিনে রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।
সর্বশেষ সংবাদ