, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিজে হ্যাটট্রিক না করে সতীর্থকে দিয়ে গোল করালেন মেসি, দারুণ খুশি কোচ

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৩ ০১:১০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৩ ০১:১০:১১ অপরাহ্ন
নিজে হ্যাটট্রিক না করে সতীর্থকে দিয়ে গোল করালেন মেসি, দারুণ খুশি কোচ
গত ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ে লিগ কাপের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। বিশ্বকাপজয়ী লিওনেল মেসির পা থেকেই আসে দুই গোল। পেনাল্টি কিক নিলে হতে পারতো হ্যাটট্রিক। তবে সতীর্থ জোসেফ মার্টিনেজকে দিয়ে গোল করানোর ব্যাপারটা নিয়ে বেশ খুশি কোচ টাটা মার্টিনো।
 
তিনি বলেন, ‘একটি সম্ভাব্য গোল ছেড়ে দিতে দেখে আমি দারুণ খুশি হয়েছি। মিয়ামির হয়ে মেসির প্রথম হ্যাটট্রিক হতে পারতো। কিন্তু তার নেয়া সিদ্ধান্তটি নিজের জন্য নয় বরং দলের জন্যই নেয়া। কখনো কখনো কোনো ফুটবলারের গোল পাওয়াটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। জোসেফ শেষ কয়েকটি ম্যাচ ভালো খেললেও জালের দেখা পাচ্ছিলেন না। আর মেসি তাতে সহযোগিতা করেছেন।’
 
ওই ম্যাচের শুরুতেই মিয়ামিকে লিড এনে দেন মেসি। এরপর প্রতিপক্ষ গোলে পেয়ে সমতায় ফিরলেও ৫১ মিনিটে পেনাল্টি পায় মিয়ামি। অধিনায়ক মেসি নিজে পেনাল্টি না নিয়ে জোফেসকে তা নেয়ার সুযোগ দেন। তাতে অবশ্য আর্জেন্টাইন মহাতারকাকে হতাশ করেননি জোসেফ।

এরপর শেষ দিকে আরও একটি গোল করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। মিয়ামির জার্সিতে এখন পর্যন্ত তিন ম্যাচে পাঁচ গোল করেছেন ৩৬ বর্ষী মেসি। এলএম টেনের দল আগামী সোমবার অ্যাওয়ে ম্যাচে এফসি ডালাসের বিপক্ষে খেলবে। টয়োটা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর