, রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের গাড়ির চাপায় প্রাণ গেল নারীর

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৩ ১২:৫৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৩ ১২:৫৪:০৪ অপরাহ্ন
যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের গাড়ির চাপায় প্রাণ গেল নারীর
আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক চাপায় নাজমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় এসেছিলেন। আজ শনিবার ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর প্রেস লাল মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে নাজমা বেগমের ছেলে মমিন বলেন, ভোরে মায়ের চিকিৎসা করাতে তাঁকে নিয়ে সদরঘাটে আসি। সেখান থেকে শনিরআখড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য একটি অটোরিকশায় রওনা হই। যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার ম্যানহোলের একটি উঁচু স্লাপের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে মা রিকশা থেকে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা সিটি করপোরেশনের একটি দ্রুতগামী ময়লার ট্রাক মাকে চাপা দেয়।

মমিন বলেন, আমি অটোরিকশা থেকে নামার আগেই চোখের পলকেই ঘটনাটি ঘটে যায়। পরে অচেতন অবস্থায় মাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজমা বেগম ভোলার বোরহানউদ্দিনের থানার পখিয়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার স্ত্রী ছিলেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত

১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত