এবার মালয়েশিয়ার একটি কারখানায় ফাইবার টানানোর মেশিনে আটকা পড়ে সুরুজ আলী (২১) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৬ মে) সকাল ৭টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকার কেমুনিং রোডের একটি কারখানায় ফাইবার টোয়িং মেশিনে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন সুরুজ আরী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেলাঙ্গর ফায়ার অপারেশনস সেন্টারের প্রধান জুলফিকার জাফর জানান, শনিবার সকাল ৭টার দিকে তাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শাহ আলম ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের ১০ জন কর্মকর্তা।
তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওই বাংলাদেশি শ্রমিক কাজ করার সময় একটি ফাইবার টোয়িং মেশিনে আটকা পড়েন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) একটি মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুরুজ আলী ওই মেশিনে কাজ করা অবস্থায় হঠাৎ চিৎকার দেন। শুনতে পেয়ে উদ্ধার করার আগেই তার শরীরের অর্ধেক অংশ মেশিনের ভেতর চলে যায়। এরপর দ্রুত মেশিনটি বন্ধ করে সুরুজ আলীকে উদ্ধার করলেও, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জুলফিকার আরও জানান, পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য সুরুজ আলীর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।