এখন যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের মাঝে লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনায় আপাতত ভাটা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ইন্টার মায়ামির জার্সিতে সেই পরিচয় পর্ব থেকে শুরু করে তার অভিষেক ম্যাচ এবং পরের দুটি ম্যাচ, সবখানেই দেখা গেছে কানায় কানায় পূর্ণ গ্যালারি। এবার দলটির হয়ে প্রথম অ্যাওয়ে ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
ম্যাচটির টিকেট বাজারে ছাড়া মাত্র ১০ মিনিটেই বিক্রি হয়ে গেছে সব। স্থানীয় সময় আগামীকাল রোববার লিগস কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। টেক্সাসের ২০ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার টয়োটা স্টেডিয়ামে হবে ম্যাচটি। গোলডটকমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে ম্যাচটির ন্যূনতম টিকেট মূল্য ছিল ২৯৯ ডলার।
সেখানে ওই টিকেটই এখন অফিসিয়ালি বিক্রি হয়েছে ৬০০ ডলারে। মার্কা লিখেছে, মাঠে মেসির জাদু দেখতে ফুটবলপাগল দর্শকরা এতটাই মরিয়া যে, কেউ কেউ একটি টিকেটের জন্য ৯ হাজার ডলার গুনতেও রাজি। অবশ্য মেসিকে ঘিরে সেখানকার মানুষের এমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে শুরু থেকেই।
বিশ্বকাপ জয়ী তারকার পিএসজি অধ্যায় চুকিয়ে ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে এমন উন্মাদনা। তার প্রথম ম্যাচের টিকেটের মূল্য তো ঠেকেছিল ১ লাখ ১০ হাজার ডলারে! মেজর লিগ সকারের কোনো দলের ম্যাচের টিকেটে যা রেকর্ড। ভক্ত-সমর্থকদের প্রত্যাশাও মিটিয়ে চলেছেন রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলার।
যে ইন্টার মায়ামি টানা দুই মাস ও ১১ ম্যাচ ছিল জয়হীন, তারাই এখন ছুটছে দুর্বার গতিতে, জিতেছে টানা তিন ম্যাচ। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলিকে নিয়ে হয় এই লিগস কাপ। ৪৭ দলের এবারের আসরে প্রথম ম্যাচে অভিষেক হয় মেসির। ক্রুজ আসুলের বিপক্ষে ওই ম্যাচে বদলি নেমে শেষ দিকে দর্শনীয় ফ্রি কিকে গোল করে দলকে জেতান তিনি।
এর পরের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে তার জোড়া গোলে ৪-০ ব্যবধানে জিতে নকআউট পর্বে ওঠে ইন্টার মায়ামি। আর সবশেষ অরল্যান্ডো সিটির বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচেও জোড়া গোল করেন তিনি, তার দল জেতে ৩-১ গোলে।