ইবি প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রুদ্র ইকবালকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)।
বৃহস্পতিবার ইবিসাস'র সভাপতি শাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকের সঙ্গে এমন আচরণে আমরা মর্মাহত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের প্রকাশিত সংবাদ নিয়ে কোন প্রশ্ন থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদের সুযোগ আছে কিন্তু সাংবাদিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কার করে নিজের স্বৈরাচারী মনস্কামনা পূরণ করেছেন কুবি উপাচার্য, যা কখনোই শিক্ষকসুলভ আচরণ নয়। বহিষ্কারের মাধ্যমে সাংবাদিকদের দমিয়ে রাখার চেষ্টা করছেন কুবি উপাচার্য। ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে আমরা এই বহিষ্কারাদেশ বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় ক্যাম্পাস সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
উল্লেখ্য, গত ৩১শে জুলাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে কুবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বক্তব্য প্রদানকালে বলেন, 'অনেকেই বলে দেশে দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না। কিন্তু আমি বলব উল্টো কথা। দেশে দুর্নীতি হচ্ছে বলেই উন্নতি হচ্ছে।' পরে বিষয়টি নিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সাংবাদিক ইকবালকে সাময়িক বহিষ্কারাদেশ দেয় প্রশাসন।