, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এইচএসসির প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৩ ০৬:০০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৩ ০৬:০০:৩৮ অপরাহ্ন
এইচএসসির প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা ফাইল ছবি
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। পরীক্ষার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আর এ পরীক্ষার প্রবেশপত্র আগামী মঙ্গলবার (৮ আগস্ট) শিক্ষা বোর্ড থেকে বিতরণ করা হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করে পরদিন বা সুবিধা মতো সময়ে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দিতে পারবেন। শুক্রবার (৪ জুলাই) ঢাকা শিক্ষাবোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ও ৯ আগস্ট এইচএসসির প্রবেশপত্র বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের কাছে বিতরণ করা হবে। ইতোমধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আগামী ৮ আগস্ট ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ৯ আগস্ট টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার পরীক্ষার্থীদের প্রবেশপত্র কার্ড বিতরণ করা হবে।

প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে বোর্ডে আবেদন করে সংশোধন করতে হবে। প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠানপ্রধানরা দায়ী থাকবেন।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর