, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালেক্স হেলস

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৩ ০৫:৫৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৩ ০৬:০১:৩৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালেক্স হেলস
এবার আরো এক নক্ষত্রের পতন। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংলিশ তারকা ব‌্যাটসম‌্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মারকুটে এই ব‌্যাটসম‌্যান। ৩৪ বছর বয়সী ইংলিশ ক্রিকেটার থামিয়ে দিলেন নিজের আন্তর্জাতিক ক‌্যারিয়ার। ফলে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল তার শেষ ম‌্যাচ হয়ে রইল।

পাকিস্তান যে ম‌্যাচে ইংল‌্যান্ডের কাছে হেরেছিল ৫ উইকেটে। ইংল‌্যান্ড জিতেছিল দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা।  অবসরের সিদ্ধান্ত জানিয়ে অ‌্যালেক্স হেলস এক বিবৃতিতে লিখেছেন, ‘তিন ফরম‌্যাটে ১৫৬ ম‌্যাচে দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা খুবই সৌভাগ‌্যের বিষয়। আমি কিছু স্মৃতি এবং কিছু বন্ধুত্ব আজীবন স্থায়ী করেছি এবং আমি অনুভব করি যে এখনই এগিয়ে যাওয়ার সঠিক সময়।

ইংল‌্যান্ডের জার্সি গায়ে আমি নিশ্চিতভাবেই কখনো কখনো বড় কিছু পেয়েছি। আবার কিছু সময় খারাপও গিয়েছে। এটি একটি অবিশ্বাস্য যাত্রা ছিল এবং আমি খুব সন্তুষ্ট বোধ করছি যে ইংল্যান্ডের হয়ে আমার শেষ খেলাটি বিশ্বকাপ ফাইনাল জিতেছিল।’ মেলবোর্নের ফাইনালের পর ইংল‌্যান্ডের হয়ে খেলার সুযোগ এসেছিল তার।

বাংলাদেশে তিনটি টি-টোয়েন্টি খেলেছিল বাটলাররা। কিন্তু পিএসএলের সঙ্গে আগেভাগেই চুক্তি করায় বাংলাদেশ সফর থেকে নিজের নাম সরিয়ে নেন তিনি। সামনে সিপিএলে দেখা যাবে তাকে। তাতে নিউ জিল‌্যান্ডের বিপক্ষে হোম সিরিজ মিস করতেন। এজন‌্য আগেভাগেই নিজেকে সরিয়ে নিয়েছেন হেলস। 

এদিকে ইংল‌্যান্ডের হয়ে ওয়ানডেতে ৬ সেঞ্চুরি ও  ৩৭.৭৯ গড়ে ২৪১৯ রান নিয়ে ক‌্যারিয়ার শেষ করছেন হেলস। এছাড়া টি-টোয়েন্টিতে ২ হাজারেরও বেশি রান করেছেন। টি-টোয়েন্টিতে তার একমাত্র শতকটি এসেছিল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে। ২০১৫-১৬ মৌসুমে ১১ টেস্ট খেলেছিলেন হেলস। যেখানে তার গড় ছিল ২৭.২৮। 
সর্বশেষ সংবাদ