, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ডুবেছে চট্টগ্রাম নগর, মেয়রের বাড়ির সামনে হাঁটুপানি

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৩ ০৪:৫৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৩ ০৪:৫৭:৩৫ অপরাহ্ন
ডুবেছে চট্টগ্রাম নগর, মেয়রের বাড়ির সামনে হাঁটুপানি ছবি: সংগৃহীত
কয়েক দিনের টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চল। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ জেলায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কখনো থেমে থেমে আবার কখনো টানা বৃষ্টিতে রাস্তাঘাটের পাশাপাশি নগরীর বাসা-বাড়িতেও ঢুকে পড়েছে পানি। ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বাসিন্দাদের। টানা বৃষ্টিতে এমন দুর্ভোগ থেকে রক্ষা পাননি খোদ নগরপিতা রেজাউল করিমের বাড়িও। তার বাড়িতে এখনো থৈ থৈ করছে হাঁটুপানি।

সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিতে নগরীর মোহরা, হামিদচর, চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, কাপ্তাই রাস্তার মাথা, খাজা রোড, মিয়াখান নগর, প্রবর্তক মোড়, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক, বাকলিয়া, চাক্তাই-খাতুনগঞ্জ, রিয়াজ উদ্দিন বাজারসহ নগরীর নিচু এলাকায় পানি উঠেছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মেহেদীবাগ, ষোলশহর ২ নম্বর গেট, মুরাদপুর, ছোটপুল-বড়পুল, গোসাইলডাঙ্গা ও হালিশহরের বিভিন্ন এলাকায়।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি নাথ গণমাধ্যমকে জানান, শুক্রবার ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে। সকাল ৯টা ১ মিনিট থেকে জোয়ার শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি যোগ হয়ে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ভাটা শুরু হবে দুপুর আড়াইটা থেকে। তখন শহরের পানি কমবে।

তিনি জানান, নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি আরও দুই-একদিন হতে পারে। যেসব এলাকায় ভারী বৃষ্টিপাত হবে সেসব এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর