এবার এমপি হতে পারলে কোনো দিন মসজিদ-মাদরাসার উন্নয়নের জন্য কোনো মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসার শিক্ষক ছাত্রদের রাস্তায় দাঁড়াতে হবে না বলে মন্তব্য করেছেন নেত্রকোনা ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেকসহ সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মতিন।
গতকাল শুক্রবার ৫ মে জুম্মার নামাজ আদায় শেষে কেন্দুয়া পৌরসভার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেছেন। এ সময় আব্দুল মতিন বর্তমান সরকারের আমলের নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন ও উপস্থিত ইমাম ও মুয়াজ্জিন ভাইদের সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে কথা বলার আহ্বান জানান।
মতবিনিময় ও দোয়া মাহফিলে ইমাম ও মুয়াজ্জিন ছাড়াও কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতার বক্তব্য রাখেন।
এদিকে কওমি মাদরাসা শিক্ষার স্বীকৃতি প্রদান ও মাদরাসা শিক্ষার প্রসারে আওয়ামী লীগ সরকারের অসামান্য অবদানের কথা উল্লেখ করে বক্তারা প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। পরে আবদুল মতিন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সম্বলিত হ্যান্ডবিল বিতরণ করেন উপস্থিত ব্যক্তিদের মাঝে। এরপর জাতীর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।