, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শুক্রবার সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৩ ০৭:০৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৩ ০৭:০৯:১১ অপরাহ্ন
শুক্রবার সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত ফাইল ছবি
আগামী শুক্রবার (৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফরুক।

তিনি জানান, জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

গত মঙ্গলবার (১ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করে জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে এ আবেদন জমা দেন।

এর আগে গত মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। সেজন্য ডিএমপিতে আবেদন করা হয়েছিল। পরে ডিএমপির অনুমতি না পাওয়ায় নতুন করে আগামী শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে জামায়াত।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর