জয়নাল আবেদীন,বেনাপোল থেকে: সারা দেশের ন্যায় শার্শায় ডেঙ্গুর প্রকোপ বাড়াই শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর সহ হাসপাতালে ভর্তি সকল রোগীদের শারীরিক খোঁজখবর ও হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান।
বৃহস্প্রতিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালে যান।এ সময় তিনি ডেঙ্গু আক্রান্তদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন ও যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
নাজমুল হাসান বলেন, বর্তমান প্রযুক্তির এই যুগে পিছিয়ে থাকা যাবে না। ড্রোনের কারণে বহুতল ভবনে মশার প্রজনন-ক্ষেত্র চিহ্নিত করা যাচ্ছে অনেক দ্রুত। সুইমিংপুল, ছাদ-বাগান, বারান্দায় টবে জমে থাকা পানি মশার প্রজনন-কেন্দ্র হয়ে উঠছে। জনসাধারণের সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
এজন্য বাড়ির আঙিনায় যত ময়লা আবর্জনা আছে সব পরিষ্কার রাখার জন্য আহ্বান তিনি জানান
এ সময় উপস্থিত ছিলেন,যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌসী চৌধুরী রাজু, শার্শা উপজেলা যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু,যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির প্রমুখ।