, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


খেলার জন্য নয়, সম্পদের লোভে সৌদিতে যাচ্ছেন ফুটবলাররা: বার্সেলোনা সভাপতি

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৩ ০৩:১০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৩ ০৩:১০:২২ অপরাহ্ন
খেলার জন্য নয়, সম্পদের লোভে সৌদিতে যাচ্ছেন ফুটবলাররা: বার্সেলোনা সভাপতি
চলতি বছরের শুরুতে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। তার দেখানো পথ অনুসরণ করে অনেক তারকা ফুটবলারই নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগে। ফুটবলারদের এমন সিদ্ধান্ত ‘খেলার জন্য নয়’ বলে মনে করছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। বলেছেন, ‘সম্পদের লোভে সৌদিতে যাচ্ছেন তারা।’
 
সম্প্রতি সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি এমন দাবি করেছেন। তিনি মনে করেন, ভুল কারণে সৌদি প্রো লিগে চলে যাচ্ছেন ফুটবলাররা।

তিনি বলেন, ‘যখন একজন খেলোয়াড় সম্মানের সাথে সৌদি আরবে যেতে পছন্দ করে, তখন সেখানে খেলাধুলার কারণ থাকে না। আপনি জানেন, সেখানে অনান্য কারণ রয়েছে, তারা মূলত অন্যান্য কারণকে অগ্রাধিকার দিয়েছে। একজন ফুটবলারকে অবশ্যই খেলাকে অগ্রাধিকার দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি সৌদি সরকারের সিদ্ধান্তকে সম্মান করি। তারা প্রতিভাবান খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে। কিন্তু ফুটবল একটি দলগত খেলা। অবশ্যই, প্রতিভাবান খেলোয়াড়রা এই খেলাটিকে প্রচার করতে এবং ভক্তদের খুশি করে থাকে। কারণ প্রতিভাই প্রতিভা, তবে প্রতিভার চেয়েও দলের অগ্রাধিকার বেশি।’
সর্বশেষ সংবাদ