, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে আশির্বাদ দিলেন ভাষা সৈনিক মজিবর

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৩ ০২:০৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৩ ০২:০৯:৩৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে আশির্বাদ দিলেন ভাষা সৈনিক মজিবর ফাইল ছবি
রংপুরে মহাসমাবেশে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় মঞ্চে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। একুশে পদকপ্রাপ্ত, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ৯৬ বছরের মজিবর রহমান মাস্টার হুইল চেয়ারে করে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর জনসভায়। এসময় প্রধানমন্ত্রীর সৌজন্যতায় আপ্লুত হন একুশে পদকপ্রাপ্ত মজিবর রহমান। প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে মন খুলে আশির্বাদ করেন তাকে। 

এ ঘটনায় বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে সৃষ্টি হয় শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার এক অনন্য নজির।

জানা গেছে, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে হুইলচেয়ারে করে বদরগঞ্জ থেকে মহাসমাবেশে এসেছেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার। তিনি এ বছর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘একুশে পদক’-এ ভূষিত হন। এ ছাড়াও রাষ্ট্রভাষা আন্দোলনের পর স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি।

এদিকে মজিবর রহমান মাস্টার স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের মামলায় সাক্ষী ছিলেন। এ কারণে জামায়াত-শিবিরের হামলার শিকারও হন তিনি। ১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বদরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাকশাল গঠনের পর তিনি দীর্ঘদিন রংপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া বদরগঞ্জ শাখা টিসিসির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। সে সময় তিনি বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। মজিবর রহমান মাস্টার স্কাউটে সর্বোচ্চ পদকও পেয়েছেন।

মজিবর রহমান মাস্টার জানান, ‘আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কোনো কষ্ট নাই। আমি আবেগে আপ্লুত’।