এবার দীর্ঘদিন পিঠের চোটে ভুগে কখনোই সেভাবে পুরোপুরি সেরে না ওঠা সাইফ উদ্দিনকে এবার আরোগ্যের জন্য সেই একই গন্তব্যে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিকিৎসা আরো অনেক জায়গাতেই করাতে পারতেন তিনি। কিন্তু গত মার্চে গোড়ালির অস্ত্রোপচারের জন্য নেইমারকে ছুটে আসতে হয় কাতারের দোহায়।
কারণ সেখানকার অ্যাসপেটার হাসপাতাল এই ব্রাজিলিয়ান তারকার ক্লাব দল প্যারিস সেন্ট জার্মেইয়ের অফিশিয়াল মেডিক্যাল পার্টনার। অর্থোপেডিক এবং স্পোর্টস মেডিসিনের জন্য বিশেষায়িত এই হাসপাতালে সফল অস্ত্রোপচারও হয় নেইমারের। দীর্ঘদিন পিঠের চোটে ভুগে কখনোই সেভাবে পুরোপুরি সেরে না ওঠা সাইফ উদ্দিনকে এবার আরোগ্যের জন্য সেই একই গন্তব্যে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে এই পেস বোলিং অলরাউন্ডার একা নন, আগামী ৫ আগস্ট তাঁর সঙ্গে চিকিৎসাযাত্রায় সঙ্গী হচ্ছেন দুই তরুণ ক্রিকেটার অভিষেক দাস ও আশিকুর জামানও। সাইফ এবং আরেক পেস বোলিং অলরাউন্ডার অভিষেকের সমস্যা একই জায়গায়—পিঠে। তবে চোট-আঘাত সামলে নিয়মিত বিরতিতেই খেলার মধ্যে ছিলেন প্রথমজন।
তবে ২০২০ সালে বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য পরেরজন বোলিং করতে না পারার প্রায় তিন বছর হতে চলল। ভারতের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের সেরা বোলার অভিষেক সেই বছরই মার্চে করোনায় সব থমকে যাওয়ার আগে নিজের সর্বশেষ ম্যাচ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ওল্ড ডিওএইচএসের হয়ে খেলার পর আর বল হাতেই নামা হয়নি তাঁর।
তবে সর্বশেষ ডিপিএলে চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে ১২ ম্যাচ খেলা সাইফ উদ্দিন শিরোপা নির্ধারণী ম্যাচে উইকেটের ওপর পড়ে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে। বিসিবির মেডিক্যাল বিভাগ সূত্রে জানা গেছে, অ্যাসপেটার হাসপাতালে স্পাইন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন দুজনই। ২০২২ সালের যুব বিশ্বকাপে খেলা পেসার আশিকুর বয়ে বেড়াচ্ছেন কুঁচকির চোট।
গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুটো ম্যাচ খেলার পর আর মাঠেই নামা হয়নি তাঁর। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিবি একাডেমিতে থেকে রানিং ও ফিটনেস নিয়েই শুধু কাজ করছিলেন আশিকুর। কিন্তু চোট কিছুতেই সেরে না ওঠায় সাইফ উদ্দিন ও অভিষেকের সঙ্গে দোহাগামী ফ্লাইটে চড়ে বসছেন তিনিও।