, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৩ ০১:২১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৩ ০১:২১:৩১ অপরাহ্ন
এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে: এসএসসি পরীক্ষায় অকৃতকার্য (ফেল) হয়ে মন কষ্টে শাহিদা খাতুন (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে শাহিদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

শাহিদা এই গ্রামের সাইদুর ফকিরের মেয়ে। সে স্থানীয় বন্যাকান্দি এন. এম. উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর শ্রেণি রোল নম্বর ছিল ৪। গত২৮ জুলাই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পুলিশ শাহিদার মরদেহ উদ্ধার করেছে।

শাহিদার বাবা সাইদুর ফকির জানান, শাহিদা এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হবার পর কয়েকদিন ধরে চরম মন কষ্টে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। ঘর থেকে বের হতো না সে। কথা বলত না কারও সঙ্গে। অবশেষে বুধবার রাতে সবার অজান্তে ঘরের ধর্নার সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে সে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বৃহস্পতিবার নিহত শাহিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু

১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু