, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির সম্ভাবনা

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৩ ০৯:২৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৩ ০৯:২৩:৫৯ পূর্বাহ্ন
৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির সম্ভাবনা
এবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব জায়গার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গার ওপর দিয়ে মৃদু দাবদাহও বয়ে যেতে পারে। 

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর পরবর্তী ৫ দিনে এই লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর