, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শ্রেণীকক্ষে গিয়েই ঘুমিয়ে পড়েন দুই শিক্ষক, অফিসেও একই কাজ 

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৩ ১১:১৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৩ ১১:১৮:১৭ পূর্বাহ্ন
শ্রেণীকক্ষে গিয়েই ঘুমিয়ে পড়েন দুই শিক্ষক, অফিসেও একই কাজ 
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে গিয়েই শিক্ষার্থীদের না পড়িয়ে ঘুমিয়ে সময় পার করেন দুই শিক্ষক । এ ঘটনা শুধু একদিনের নয় প্রায় প্রতিদিনই ঘটে। শিক্ষকের অপেক্ষায় শ্রেণীকক্ষে বসে থাকেন শিক্ষার্থীরা। আর অন্যদিকে সময় পেরিয়ে গেলে পাঠগ্রহণ না করেই বাড়ি ফিরছেন তারা। বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের  মধ্যে একজন শ্রেণীকক্ষে আরেকজন অফিসকক্ষেই ঘুমান।এভাবেই তারা কাটিয়ে দিচ্ছেন বিদ্যালয়ের পুরো সময়।

জানা যায়, ১৯৮৯ সালে উপজেলার পূর্ব সীমান্তে বিদ্যালয়টি স্থাপিত হয় বর্তমানে বিদ্যালয়টিতে ৭০জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা ছয়জন তবে সময় মত প্রধান শিক্ষক বিদ্যালয়ে হাজির হয় না। তারা বিদ্যালয়টিতে ঘুমানোর বাড়ি বানিয়ে ফেলেছে, তাদের মন গড়া ভাবে বিদ্যালয়ে আসে।

সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল ১০ টায় শিক্ষার্থীরা কেউ খেলছে। কেউ শিক্ষকের উপেক্ষায় ক্লাস রুমে বসে আছে।

শিক্ষার্থীদের প্রশ্ন করলে সবাই সমস্বরে উত্তর দিলো, বেশির ভাগ দিনই ছেলেমেয়েরা স্কুলে বসে থেকে বাড়ি চলে যায়। আরেক অভিভাবক বলেন, সকাল সাড়ে ৯ টা থেকে ছেলে কে নিয়ে বসে আছি, কোনো ক্লাস হয়নি। দেবেন্দ্রনাথ মাহাতো ও বিশ্বনাথ মাহাতো স্যার স্কুলেই এসেই ঘুমান। বাকি স্যাররা ক্লাস নেবেন বলেই স্কুলেই বসে থাকি।

সাংবাদিকদের উপস্থিতি টেয় পেয়ে প্রধান-শিক্ষক নিপেন্দ্রনার্থ মাহাতো এসে বলেন, ক্লাস ছিলো না। তাই একটু বাইরে গিয়েছিলাম। শ্রেণীকক্ষে সহকারী দুই শিক্ষকের ঘুমানোর বিষয়ে বললে তিনি বলেন, আমি অনেক বার না করেছি কিন্তু আমার কথা শোনে না যখন ক্লাস থাকে না তখন একটু ঝিমিয়ে যায়।

এ বিষয়ে সহকারী শিক্ষক দেবেন্দ্রনাথ ও বিশ্বনাথ মাহাতো বলেন, ক্লাস বাদ দিয়ে আমরা কখনো ঘুমায় না। ক্লাসে শিক্ষার্থীদের লিখতে দিয়ে একটু চোখ বন্ধ করে থাকি। তাও এমনটা প্রতিদিন না, মাঝে মধ্যে হয়।

গণমাধ্যম কর্মীরা প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ইসলাম ধর্মের পড়া কোন শিক্ষক পড়ায় এ ব্যাপারে নৃপেন্দ্রনাথ মাহাতো বলেন, ৩৩ বছর ধরে ইসলাম ধর্মের কোনো শিক্ষক এই প্রতিষ্ঠানে নেই।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান বলেন, কোনো শিক্ষকের বিদ্যালয়ে ঘুমানোর সুযোগ নেই। ওই বিদ্যালয়ে দুজন শিক্ষকের ঘুমানোর বিষয় টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর