, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আর্জেন্টিনার পর বিশ্বকাপ থেকে ব্রাজিলের অশ্রুসিক্ত বিদায়

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ০৬:১৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ০৬:১৩:৪৮ অপরাহ্ন
আর্জেন্টিনার পর বিশ্বকাপ থেকে ব্রাজিলের অশ্রুসিক্ত বিদায়
এখন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চলছে নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। এবারের আসর থেকে কোনো ম্যাচেই জয়ের দেখা না পেয়ে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। অপরদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল 'এফ' গ্রুপ থেকে নিজেদের মিশন শুরু করে। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ বুধবার ২ আগস্ট জ্যামাইকার বিপক্ষে খেলতে নামে সেলেসাও নারীরা।

বিশ্বকাপে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের। এমন সমীকরণের দিনে মেলবোর্নে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৪৩ নম্বরে থাকা জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করায় গ্রুপ পর্বে তৃতীয় থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল লাতিন আমেরিকার দেশটি। এবারের বিশ্বকাপে পরের পর্ব নিশ্চিত করতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না সেলেসাও নারীদের।

এমন ম্যাচে খেলতে নেমে আজ চেষ্টারও কোনো কমতি রাখেনি তারা। তবে প্রত্যাশিত জয় পায়নি লাতিন আমেরিকার দেশটি। জ্যামাইকার থেকে র‍্যাঙ্কিংয়ে ৩৫ ধাপ এগিয়ে থেকেও আজকের ম্যাচে জয় পায়নি তারা। এবারের বিশ্বকাপে এফ গ্রুপে জ্যামাইকা একটি ম্যাচে জয়ের পাশাপাশি ড্র করেছে দুইটি ম্যাচে।

অন্যদিকে ব্রাজিল সমান একটি করে ম্যাচে জয়-পরাজয়ের পাশাপাশি ১টি ম্যাচ ড্র করেছে। ফলে সরাসরি পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তাদের।  ব্রাজিলের ফুটবল রানী মার্তা এবার নিয়ে মোট ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকেও খালি হাতেই ফিরতে হলো তাকে।

গ্রুপ পর্বে বাঁচা মরার ম্যাচে আজ জয়ের জন্য সব চেষতাই করেছে ব্রাজিল। প্রতিপক্ষের জালে মোট ১৮ টি শট নিয়েছে তারা যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে জ্যামাইকা শট নিয়েছে মাত্র ৩টি যার কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি তারা। এমন ম্যাচেও জয়ের দেখা না পেয়ে বিদায় নেয়ায় ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন মার্তা। 
সর্বশেষ সংবাদ