, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বিয়ে না করানোয় অভিমানে যুবকের আত্মহত্যা

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ০৩:৫২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ০৩:৫২:০১ অপরাহ্ন
বিয়ে না করানোয় অভিমানে যুবকের আত্মহত্যা প্রতীকী ছবি
বগুড়া, ধুনট থেকে: বগুড়ার ধুনটে বিয়ে না দেওয়ায় মা-বাবার ওপর অভিমান করে মেরাজুল ইসলাম (২১) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক আত্মহত্যা করেছে। নিহত মেরাজুল উপজেলার মথুরাপুর গ্রামের কৃষক রজব আলীর ছেলে। গতকাল মঙ্গলবার রাতে নিজ শয়নকক্ষের তীরের সাথে গলায় শাড়ী দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। রাতেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জন্মগত-ভাবে বুদ্ধি প্রতিবন্ধী মেরাজুল ইসলাম প্রায় এক বছর আগে পাশের গ্রামে বিয়ে করে। স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের দেড় মাস পর তার স্ত্রী সংসার না করে বাবার বাড়ি চলে যায়। এ অবস্থা চলাকালে বাবা মায়ের কাছে আবারও বিয়ের বায়না ধরে মেরাজুল। পরিবারের পক্ষ থেকে বিয়ে করানোর চেষ্টা চলতে থাকে। কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার সাথে কেউ মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না। এক পর্যায়ে মঙ্গলবার রাত ৮টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে মেরাজুল ইসলাম অভিমান করে তার শয়নকক্ষের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতেই মৃতদেহ উদ্ধার করে বুধবার দুপুরে ধুনট থানা থেকে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বুদ্ধি প্রতিবন্ধী মেরাজুলের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মেরাজুলের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।