, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ট্রাকের চাকায় পিষ্ট স্কুল ছাত্রী নিহত,প্রতিবাদে মানববন্ধন 

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ০৩:১৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ০৩:১৯:০৯ অপরাহ্ন
ট্রাকের চাকায় পিষ্ট স্কুল ছাত্রী নিহত,প্রতিবাদে মানববন্ধন 
জয়নাল আবেদীন, বেনাপোল থেকে: যশোরের বেনাপোল চেকপোস্টে বড় আঁচড়া সরকারি প্রাইমারি স্কুলের পাশে রফতানির ট্রাকের নিচে পড়ে আনিকা (১২) নামে স্কুল ছাত্রী নিহত হয়েছে।এ ঘটনার প্রতিবাদে বেনাপোল সড়কে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। বুধবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট বড়আঁচড়ায় স্কুলে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রী আনিকা বড় আঁচড়া গ্রামের আলমগীরের মেয়ে। সে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর  ছাত্রী।

স্থানীয়রা জানায়, ভারতে রফতানি-মুখী ১০চাকার ট্রাকটি রাস্তার টারনিং ঘোরানোর সময় পিছনের ডাবল চাকায় পিষ্ট হয়। সাধারণ জনতা মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে যশোরের রিফাট করলে যাওয়া পথে রাস্তায় মারা যায়।এ ঘটনার প্রতিবাদে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে মানববন্ধন করেছে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভুঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন স্কুলছাত্রী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনা স্থলে আসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা