, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আদালত প্রাঙ্গণে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের ধস্তাধস্তি

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ০৩:১৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ০৩:১৮:৩৮ অপরাহ্ন
আদালত প্রাঙ্গণে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের ধস্তাধস্তি ছবি: সংগৃহীত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে করা মামলার রায়ের দিনে আদালত প্রাঙ্গণে মুখোমুখি অবস্থান আছেন আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীরা।  রায়কে ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভ-মিছিল কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা। এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি।

বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে অবস্থান নিয়ে দুই পক্ষই বিভিন্ন স্লোগান দিচ্ছে।  সকালেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপিপন্থি আইনজীবীরা। অন্যদিকে, রায়কে ঘিরে মামলায় সর্বোচ্চ শাস্তির আহ্বান জানিয়ে বিক্ষোভ-মিছিল করেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

এদিকে, মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা সতর্ক অবস্থানে আছেন।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’