, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আগামী ৩ দিন ভারী বর্ষণের পূর্বাভাস, কমবে তাপমাত্রা

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ০২:৫৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ০২:৫৪:৩৯ অপরাহ্ন
আগামী ৩ দিন ভারী বর্ষণের পূর্বাভাস, কমবে তাপমাত্রা
আজ দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে। আগামী তিন দিন বৃষ্টি চলতে পারে। এতে দেশের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা

হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশেরাগঞ্জ, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ২-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া কমতে পারে রাতের তাপমাত্রাও। 
বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ: মিজানুর রহমান আজহারী

বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ: মিজানুর রহমান আজহারী