রংপুরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা ও স্লোগান দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় দলের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দিয়ে মুখরিত করে তোলেন। বুধবার (২ আগস্ট) দুপুরের দিকে কয়েক হাজার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রিকশায় চড়ে সমাবেশস্থলে আসেন তিনি।
এর আগে দুপুর সোয়া ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়। বিকেল ৩টায় জনসভার মঞ্চে উঠবেন প্রধানমন্ত্রী। রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভার প্রধান বক্তা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষণা দেবেন বলে জানা গেছে। সমাবেশে আরও উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দীয় নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করবেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্ববায়ক ডা. দেলোয়ার হোসেন।
জানা গেছে, আজ দুপুর ২টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে রংপুর ক্যান্টনমেন্টের হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে সোয়া ২টার দিকে সার্কিট হাউসে পৌঁছে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশস্থলে পৌঁছাবেন এবং রংপুরবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।
এদিকে, বিভাগীয় এই মহাসমাবেশকে সফল করতে বিভাগের ৮ জেলা থেকে নেতা-কর্মীরা ভোর থেকেই মিছিল নিয়ে রংপুর নগরীতে আসেন। পরে সকাল ১০টা থেকে দলে দলে সমাবেশস্থলে প্রবেশ করেন। আয়োজকদের আশা, এই সমাবেশে ১০ লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন।