, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


পরিত্যক্ত বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৩ ০৭:৫৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৩ ০৭:৫৫:০৮ অপরাহ্ন
পরিত্যক্ত বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ
এবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। বৃষ্টি থামলেও শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি ভেজা আউটফিল্ডের কারণে। ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্রিকেট মাঠ ফেনার্সে শুক্রবার (৫ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। 

প্রায় ৪ ঘণ্টা অতিক্রম হলেও খেলা শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ অফিসিয়ালরা আউটফিল্ড খেলার জন্য অনিরাপদ মনে করছেন। শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচটি। এক টুইটে আইরিশ ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে। ‘নিরাপদভাবে খেলার জন্য আউটফিল্ড ও রান নেওয়ার জায়গা পর্যাপ্তভাবে শুকায়নি। এ জন্য ম্যাচ অফিসিয়ালরা খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।’

এটি পরিত্যক্ত হওয়াতে বাংলাদেশকে সিরিজ শুরু করতে হবে কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই। নিজেদের মধ্যে প্রস্তুতি সেরে নামতে হবে আইসিসি সুপার লিগের অন্তর্ভূক্ত তিন ম্যাচের এই সিরিজে। একমাত্র সাকিব আল হাসান ছাড়া স্কোয়াডের সবাই দলের সঙ্গে আছেন। সবশেষ দলের সঙ্গে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তার আগে যান লিটন দাস।

প্রস্তুতি ম্যাচকে ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, ‘আমরা চেষ্টা করব প্রস্তুতি ম্যাচ ভালো খেলার জন্য এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।’ 

নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তিনি, ‘সব মিলিয়ে প্রস্তুতি খুবই ভালো হয়েছে। সব মিলিয়ে ক্রিকেটাররা ভালো টাচে আছে। আমরা আগে আসায় মানিয়ে নেওয়ার কাজটা ভালো হচ্ছে। আমার কাছে মনে হয় না খুব খারাপ হবে।’ কিন্তু বৃষ্টি বাংলাদেশের কাঙ্ক্ষিত প্রস্তুতি নিতে দিলো না। শুধু তা না চেমসফোর্ডে এই তিন ম্যাচ সিরিজের সবদিনেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচ শুরু হবে ৯ মে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে।
শুক্রবারেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে: শিক্ষামন্ত্রী

শুক্রবারেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে: শিক্ষামন্ত্রী