, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীতে রহমতের বৃষ্টি, কমলো শ্রাবণের দাবদাহ

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ১১:৩২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ১১:৩২:০৯ পূর্বাহ্ন
রাজধানীতে রহমতের বৃষ্টি, কমলো শ্রাবণের দাবদাহ
অবশেষে কমে এসেছে শ্রাবণের দাবদাহ৷ আজ বুধবার ২ আগস্ট ভোর থেকেই রাজধানীতে হচ্ছে স্বস্তির বৃষ্টি। ঢাকাসহ নানা অঞ্চলে মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে অনেক অঞ্চলে বইতে থাকা তাপপ্রবাহও কমে এসেছে। আগামীকাল বৃহস্পতিবারও একই আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় খেপুপাড়ার কাছ দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করে এবং বাংলাদেশের খুলনা ও আশপাশের এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছিল। এখন এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে।

এদিকে মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এসবের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশেরাগঞ্জ, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় কমতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস