, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাইফউদ্দিনকে বিদেশ পাঠাচ্ছে বিসিবি

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ১০:২০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ১০:২০:১১ পূর্বাহ্ন
সাইফউদ্দিনকে বিদেশ পাঠাচ্ছে বিসিবি
গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করা সাইফউদ্দিনকে কোথাও দেখা যাচ্ছিল না। নেই এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের জন্য ডাকা ৩২ সদস্যের প্রাথমিক দলেও। সাইফউদ্দিন নিজেকে ভালো আছেন দাবি করলেও ইনজুরির বিষয়টা ছেড়ে দিয়েছেন মেডিকেল বিভাগের কাঁধে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ থেকেও নিশ্চিত করেছে সাইফউদ্দিন ভালো আছেন, তবে তার ইনজুরির অবস্থা বোঝার জন্য তাকে ৫ আগস্ট বিদেশ পাঠানো হচ্ছে।

এদিকে প্রিমিয়ার লিগের পর সাইফউদ্দিনের নতুন করে পুরোনো ব্যাক ইনজুরি দেখা যায়নি। তবুও বিসিবি বাড়তি সতর্কতা হিসেবে অবস্থান বোঝার জন্য সাইফউদ্দিনকে বিদেশে পাঠাচ্ছে। আগামী ৫ আগস্ট তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

মেডিকেল বিভাগ থেকে বলা হয়েছে, ‘প্রিমিয়ার লিগের পর তার পুরোনো ব্যাক ইনজুরি দেখা দেয়নি। কিন্তু সতর্কতার জন্য ম্যানেজম্যান্ট তাকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত দেয়।’

উল্লেখ্য, সাইফউদ্দিন সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন গত অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা