, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ব্যাটে-বলে সাকিবের তাণ্ডব, বড় জয় পেল দল

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন
ব্যাটে-বলে সাকিবের তাণ্ডব, বড় জয় পেল দল
এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খুব ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন, সেটি শেষ করে এবার গন্তব্য শ্রীলঙ্কায়। নিজের প্রথম ম্যাচে গল টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে অবদান রেখেছেন দলের জয়ে। আসরের দ্বিতীয় ম্যাচও ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব বি লাভ ক্যান্ডিকে হারিয়েছে ৮৩ রানের বিশাল ব্যবধানে।   

এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আগে ব্যাটিং করে দাসুন শানাকার দল। নির্ধারিত ২০ ওভারে সাকিব ও সেইফার্টের বিধ্বংসী ইনিংসে ৫ উইকেট হারিয়ে টাইটান্সের সংগ্রহ করে ১৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ৯৭ রানে অলআউট হয় ক্যান্ডি।

এদিন দলের হয়ে ব্যাট হাতে সাকিব করেন ২১ বলে ৩০ রান এবং বল হাতে ১০ রান দিয়ে  ৩ ওভারে নিয়েছেন ২ উইকেট। এদিন ব্যাটিংয়ে গল টাইটানস যখন ৬০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখনই ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। টিম সাইফার্টের সঙ্গে গড়ে বসেন ৫২ বলে ৯৫ রানের দুর্দান্ত এক জুটি। তবে রানআউটের ফাঁদে পড়ে ফেরার আগে ২ ছক্কায় সাকিব করেন ২১ বলে ৩০ রান।

কিউই ব্যাটার সাইফার্ট করেন ৩৯ বলে ১৮৯.৭৪ স্ট্রাইক রেটে ৭৪ রান। শেষ পর্যন্ত গল থামে ১৮০ রানে। অন্যদিকে বল হাতেও সফল ছিলেন বাংলাদেশের অধিনায়ক। ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এর মধ্যে গুরুত্বপূর্ণ আসিফ আলীর উইকেটও তুলেন টাইগার অধিনায়ক। বি-লাভ ক্যান্ডির ইনিংস থামে একশ’র আগে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আসেন বান্দারা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস