, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

  • আপলোড সময় : ০২-০৮-২০২৩ ০৯:১৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৩ ০৯:১৫:০৪ পূর্বাহ্ন
আজ মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখবেন যেভাবে
এখন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চলছে নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। এবারের আসরে ব্রাজিল 'এফ' গ্রুপ থেকে আর আর্জেন্টিনা 'জি' গ্রুপ থেকে অংশগ্রহণ করছে। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বুধবার ২ আগস্ট আলাদা আলাদা ম্যাচে খেলতে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। আজ বাংলাদেশ সময় দুপুর ১ টায়  আর্জেন্টিনা খেলতে নামবে সুইডেনের বিপক্ষে, নিউজিল্যান্ডের এফএমজি স্টেডিয়াম ওয়াইকাটোতে।

অন্যদিকে নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে জ্যামাইকার। ম্যাচটি  শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়, অস্ট্রেলিয়ার মেলবোর্ন রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে। ম্যাচ দুইটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। এছাড়া মোবাইলে দেখতে গুগল প্লে স্টোরে থেকে টি-স্পোর্টস এপ্পটি ডাউনলোড করে দেখতে পারবেন খেলা দুইটি। এদিকে বিশ্বকাপের শেষ ষোলোতে যেতে অনেক হিসেব-নিকেষ মিলাতে হচ্ছে আর্জেন্টিনাকে।

কেননা গ্রুপের সকলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে সুইডেন। তিন পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইতালি। দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার সংগ্রহ ১ পয়েন্ট, তবে গোল গড়ে এগিয়ে থেকে তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকার নারীরা। আজকের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী সুইডেন। যারা আগের ম্যাচে ইতালিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে।

শেষ ষোলোতে এই ম্যাচে আর্জেন্টিনা শুধু জিতলেই হবে না, জিততে হবে অনেক গোলের ব্যবধানে। একই প্রার্থনা করতে হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটিতে যাতে কোনোভাবেই জয় না পায় ইতালি। দক্ষিণ আফ্রিকা জিতলেও যাতে নূন্যতম ব্যবধানে জিতে। অন্যদিকে ইতালি যদি ড্র করে সেটাও যেন ১-১ ব্যবধানে হয়। তবে সবার আগে যে কাজটি করতে হবে সেটি হলো আর্জেন্টিনাকে নিজেদের শেষ ম্যাচে সুইডেনকে বড় ব্যবধানে হারাতে হবে। 
 
অপরদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও গ্রুপ পর্বে খুব একটা ভালো অবস্থানে নেই। শেষ ষোলোতে যাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেলেসাওদের। কেননা দুই ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে ফ্রান্স। সমান জয় ও সমান ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে দুইয়ে আছে জ্যামাইকা। ব্রাজিল এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে। পানামা দুই ম্যাচ থেকে কোনো জয় পায়নি।

পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে। পানামা দুই ম্যাচ থেকে কোনো জয় পায়নি। আজ ম্যাচটি ব্রাজিল এবং জ্যামাইকা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। নারী বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল জিতেছিল পানামার বিপক্ষে। জ্যামাইকা তাদের প্রথম ম্যাচে ড্র করেছিল ফ্রান্সের বিপক্ষে। তবে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল হেরে যায় ফ্রান্সের কাছে এবং জ্যামাইকা পানামার বিপক্ষে জয় পায়। ফলে এখন গ্রুপে ভালো অবস্থানে আছে ফ্রান্স ও জ্যামাইকা।

শেষ ম্যাচে এখন মুখোমুখি হবে ব্রাজিল ও জ্যামাইকা এবং এই ম্যাচটি দুই দলের জন্যই গ্রুপ পর্বের ফাইনাল ম্যাচের মতই। যদি শেষ ষোলতে যেতে চায় তাহলে ব্রাজিলকে অবশ্যই জিততে হবে। অন্যদিকে কোন রকমে ড্র করলেই চলছে জ্যামাইকার। ব্রাজিল ও জ্যামাইকা ২০০৭ সালের পর দুইবার মুখোমুখি হয়েছে। এই দুই লড়াইয়েই ব্রাজিল জিতেছে। দুই ম্যাচে মোট ৮ গোল দিয়েছে ব্রাজিলিয়ানরা। তাই এই ম্যাচেও ব্রাজিলিয়ানরা জয়ের স্বপ্ন দেখতেই পারে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’