, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ডেঙ্গুতে আক্রান্ত হয়নি হাসান মাহমুদ, জানালেন নিজেই

  • আপলোড সময় : ০১-০৮-২০২৩ ০৮:০৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৩ ০৮:০৮:১৭ অপরাহ্ন
ডেঙ্গুতে আক্রান্ত হয়নি হাসান মাহমুদ, জানালেন নিজেই
এখন রাজধানী ঢাকাসহ সারাদেশে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন হাসান মাহমুদ এমন খবর জানায় বেশ কয়েকটি গণমাধ্যম। তবে আজ মঙ্গলবার ১আগষ্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই খবরটি নাকচ করেছেন হাসান মাহমুদ।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজের স্টোরিতে নিজের ডেঙ্গু  টেস্টের রিপোর্ট শেয়ার করেছেন হাসান মাহমুদ। সে রিপোর্টে দেখা যায় ডেঙ্গু নেগেটিভ এসেছে টাইগার পেসারের। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন হাসান মাহমুদ। জ্বর না কমায় গত পরশু ডেঙ্গু পরীক্ষা করানো হয় হাসানের।

রিপোর্টে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হননি ২৩ বছর বয়সী ডানহাতি এই পেসার। আগের তুলনায় আজ ভালো বোধ করায় পুনরায় রক্ত পরীক্ষা করানো হয়নি হাসানের। গতকাল মেডিক্যাল টেস্ট দিয়ে শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। জ্বরে ভোগায় এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে দেখা যায়নি হাসানকে ।

এশিয়া কাপ সামনে রেখে ৩ আগস্ট থেকে শুরু হবে টাইগারদের স্কিল ক্যাম্প। স্কিল ক্যাম্পের আগে ঘোষণা করা হবে ২১-২২ সদস্যের প্রাথমিক দল। ৮ আগস্ট থেকে শুরু হবে মূল অনুশীলন। যেখানে ১৫ জন ক্রিকেটার নিয়ে ঘোষণা হবে এশিয়া কাপের দল। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস