, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিদেশী লিগ মাতিয়ে দেশে ফিরলেন মুশফিক

  • আপলোড সময় : ০১-০৮-২০২৩ ০৭:৩৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৩ ০৭:৩৯:৪৭ অপরাহ্ন
বিদেশী লিগ মাতিয়ে দেশে ফিরলেন মুশফিক
এবার জিম আফ্রো টি-টেন লিগ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। প্রথমবার জিম্বাবুয়েতে আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে তার দল জোবার্গ বাফেলোস ফাইনালে উঠলেও শিরোপা দখলে নিতে ব্যর্থ হয়। জিম্বাবুয়েতে ১১ দিনের অবস্থান শেষে আজ মঙ্গলবার ১ আগস্ট ঢাকায় পা রাখেন মুশফিক। এর আগে টুর্নামেন্টে অংশ নিতে ১৯ জুলাই দেশ ছেড়েছিলেন টাইগার ব্যাটার।

এদিকে আবুধাবী টি-টেন লিগের অনুকরণে গত ২১ জুলাই থেকে ৫ দল নিয়ে প্রথমবারের মতো জিম্বাবুয়েতে আয়োজিত হয় ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। টুর্নামেন্টের শুরুটা ভালো না হলেও শেষদিকে দাপট দেখিয়ে ফাইনালে ওঠে মুশফিকের দল জোবার্গ বাফেলোস। দলের হয়ে আসরে ছয় ইনিংস ব্যাট করার সুযোগ পান মুশফিক।

প্রথম ম্যাচে ২৩ বলে ৪৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।  অপরাজিত থাকেন ৮ বাউন্ডারির মারে। পরের ম্যাচে ১২ বলে করেন ১৯ রান। এর পরের ইনিংসগুলো ছিল যথাক্রমে ১৬, ১৮, ১৩ ও ১৪ রানের। এ চার ইনিংসেই অপরাজিত ছিলেন তিনি। যখনই সুযোগ পেয়েছেন ব্যাট হাতে দলের হয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথম কোয়ালিফায়ারে ইউসুফ পাঠানকে সঙ্গ দিয়ে দলকে ফাইনালে উঠতে করেছেন সাহায্য।
 
কিন্তু তারপরও ফাইনালের একাদশে জায়গা হয়নি তার। শিরোপা নির্ধারণী ম্যাচে ডার্বান কালান্দার্সের কাছে হেরে যায় তার দল জোবার্গ। ফলে সুখস্মৃতি নিয়ে দেশে ফেরা হলো না মুশফিকের। আপাতত কয়েক দিনের বিশ্রামে থাকবেন মুশফিক। এরপর যোগ দেবেন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ৩২ ক্রিকেটারকে নিয়ে বিসিবির ডাকা প্রস্তুতি ক্যাম্পে।

এর আগে জিম আফ্রো টি-টেন খেলে দেশে ফিরেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার দল বুলাওয়ে ব্রেভস ফাইনালে উঠতে না পারলেও বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন। ৭ ইনিংসে তার শিকার ১১ উইকেট। তিনিও কিছুদিন বিশ্রাম নিয়ে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন। 
সর্বশেষ সংবাদ