এবার উজবেকিস্তানের তাসখন্দের একজন ডাকপিয়ন তিন দিন লিফটে আটকে থাকার পর মৃত্যুবরণ করেছেন। এনডিটিভি জানিয়েছে, ৩২ বছর বয়সী ওলগা লিওন্টিভা ৯ তলা একটি ভবনে লিফটের ভেতরে ৩ দিন আটকে ছিলেন।
এই সময় কেউ তাকে উদ্ধার করতে আসেনি। গত ২৪ জুলাই কাজ শেষ করে বাড়ি না ফেরায় তার পরিবার তাকে খুঁজতে শুরু করে। ৩ দিন পর তাকে লিফটের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়।
এদিকে দেশটির প্রসিকিউটর অফিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, চীনের তৈরি লিফটি নিবন্ধিত ছিল না। রিজিওনাল ইলেকট্রিসিটি নেটওয়ার্ক এন্টারপ্রাইজ নিশ্চিত করেছে যে ঘটনার দিন কোন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেনি।
ভবনের বাসিন্দারা জানান, লিফটে ত্রুটি থাকার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটেছে। ওলগা লিওন্টিভার ছয় বছর বয়সী একটি মেয়ে আছেন।