উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে: ভারতীয় নাগরিকসহ এক দম্পতিকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এরা হলেন, স্বামী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের ইরান সরকারের ছেলে জুয়েল সরকার এবং স্ত্রী ভারতের হাওড়া জেলার ডোমজোড় থানার বাকড়া গ্রামের মীর ফজলুর রহমানের স্ত্রী নারগিছ বেগম।
নারগিছ বেগমের স্বামী মীর ফজলুর রহমানের উল্লাপাড়া মডেল থানায় দেওয়া মামলায় অভিযোগ করা হয়েছে, তার স্ত্রী নারগিছ বেগম তার সঙ্গে সম্পর্ক রাখার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের উল্লাপাড়ার বালসাবাড়ী গ্রামের জুয়েল সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে গত ২৪ মে নারগিছ তার স্বামীর বাড়ী থেকে মোটা অংকের টাকা এবং সোনার গহনা নিয়ে পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশের উল্লাপাড়ার বালসাবাড়ী গ্রামের জুয়েল সরকারের বাড়িতে এসে ওঠে। জুয়েল সরকারের পরিবারের সম্মতিতে জুয়েলের সঙ্গে সামাজিক রীতিতে তার বিয়েও হয়। ভারতে নারগিছের একটি ছেলে সন্তানও রয়েছে।
অভিযোগে আরো বলা হয়েছে, বিষয়টি জানতে পেরে গত ২১ জুন নারগিছ বেগমের ভারতীয় স্বামী মীর ফজলুর রহমান উল্লাপাড়ায় তার স্ত্রীকে নিতে আসেন। কিন্তু স্ত্রী তার সঙ্গে যেতে সম্মত হয়নি। স্বামী অনেকদিন অপেক্ষাও করেছেন। এরপর ২৯ জুলাই ফজলুর রহমান তার স্ত্রী এবং স্ত্রীর বর্তমান স্বামী জুয়েল সরকারকে আসামী করে থানায় মামলা দেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার দুপুরে নারগিছ ও জুয়েলকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মোঃ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উল্লিখিত দম্পতিদের বিরুদ্ধে প্রতারণা এবং অর্থ ও সোনার গহনা আত্মসাতের মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করে চালান দেওয়া হয়েছে।