, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকায় টিকিট না পেয়ে নিউইয়র্কে ‘সুড়ঙ্গ’দেখলেন ‘প্রিয়তমা’র নির্মাতা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৩ ০৩:১৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৩ ০৩:১৮:০৪ অপরাহ্ন
ঢাকায় টিকিট না পেয়ে নিউইয়র্কে ‘সুড়ঙ্গ’দেখলেন ‘প্রিয়তমা’র নির্মাতা ফাইল ছবি
ঈদুল আজহায় মুক্তি পাওয়া রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দেশে ব্যাপক সফলতার পর আমেরিকাতেও বাঙালিদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এবার নিউইয়র্কে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসে গিয়ে ‘সুড়ঙ্গ’ দেখে প্রশংসা জানালেন ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ। 

সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন এই পরিচালক নিজেই। ‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে হিমেল লিখেছেন, ঢাকায় টিকেট ও সময় পাইনি বলে দেখতে পারিনি। আমেরিকা এসেই নিউইয়র্কে দেখে নিলাম সুড়ঙ্গ। 

সিনেমার অভিনয়শিল্পীদের প্রশংসা করে এই নির্মাতা আরও লিখেন, ‘নিশো ভাই দূর্দান্ত, আমি সব সময় বলতাম ভাই সিনেমায় আসেন। এমন শুরু দরকার ছিল। তমা খুব ভালো ছিল। রাফি তোমার সিগনেচার আছে, খুব যত্নে বানানো। সুমন ভাই আপনি এ প্লাস, চোখের আরাম পুরো সিনেমাজুড়ে। সিমিত দা, রিপন ভাই জোশ!’
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা