, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অনুমতি না পেয়ে জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৩ ১২:৫৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৩ ১২:৫৯:৩১ অপরাহ্ন
অনুমতি না পেয়ে জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা প্রতীকী ছবি
রাজধানীতে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবারের (১ আগস্ট) নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিষয়টি। এদিন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ আগস্ট রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করবে আমাদের।

বিজ্ঞপ্তিতে ১ আগস্টের কর্মসূচি স্থগিত করার কথা উল্লেখ করে বলা হয়, আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।

এর আগের ঘোষণায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর সমাবেশ করার কথা ছিল। গত ২৮ জুলাই সব মহানগরী এবং ৩০ জুলাই সব জেলা সদরে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি ছিল দলটির।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস