, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সু চিকে ক্ষমা করে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী

  • আপলোড সময় : ০১-০৮-২০২৩ ১২:৪২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৩ ১২:৪২:২৭ অপরাহ্ন
সু চিকে ক্ষমা করে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী
অবশেষে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে ক্ষমা করে দিয়েছে দেশটির জান্তা সরকার। আজ মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সু চিসহ সাত হাজারের বেশি বন্দিকে ক্ষমা করে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

এদিএক স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, রাজ্য প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান অং সান সু চিকে ক্ষমা করেছেন। এর আগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

গ্রেপ্তার করা হয় নোবেলজয়ী অং সান সু চিসহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। শান্তিতে নোবেলজয়ী সু চি মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কয়েক দশক ধরে আন্দোলন চালিয়েছেন।

রাজনৈতিক জীবনে বেশির ভাগ সময়ই তাঁকে বিভিন্ন সেনা সরকারের অধীনে বন্দিদশায় কাটাতে হয়েছে। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে বের করে রাজধানী নেপিডোতে গৃহবন্দী করে রাখা হয়।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান