, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সুজুকি বাংলাদেশ নিয়ে এলো 'সুজুকি জিক্সার এফ আই ডিস্ক সিরিজ'

  • আপলোড সময় : ০১-০৮-২০২৩ ১২:২৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৩ ১২:২৩:১১ অপরাহ্ন
সুজুকি বাংলাদেশ নিয়ে এলো 'সুজুকি জিক্সার এফ আই ডিস্ক সিরিজ'
বাংলাদেশের বাজারে জাপানিজ মোটরবাইক ব্র্যান্ড সুজুকির জিক্সার সিরিজের এফ আই ডিস্ক ভ্যারিয়েন্টের নতুন বাইক নিয়ে এলো র‍্যানকন মটরবাইকস লিমিটেড। রবিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে আলোকিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। ১৫৫ সিসি সুজুকি জিক্সার এফ আই ডিস্ক ও সুজুকি জিক্সার এসএফ এফ আই ডিস্ক। এখন থেকে বাইকারদের সব ধরণের চাহিদার কথা বিবেচনা করে সুজুকি জিক্সার এফআই এবিএস ও কার্ব ডিস্ক সিরিজের পাশাপাশি সুজুকি নিয়ে এলো সুজুকি জিক্সার এফআই ডিস্ক ও সুজুকি এস এফ এফআই ডিস্ক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেস অব সুজুকি ও অভিনেতা সিয়াম আহমেদ। এতে উপস্থিত ছিলেন- র‍্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী, র‍্যানকন হোল্ডিংসের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, সুজুকি বাংলাদেশের ডিরেক্টর শওন হাকিম, ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার এ.কে.এম. তৌহিদুর রহমান, হেড অব সেলস তালুকদার ইশতিয়াক-আল-রাব্বি, হেড অব মার্কেটিং শামস উদ্দিন ও হেড অব সার্ভিস শেখ নোমান ইবনে হক।

নতুন ফ্ল্যাগশিপ বাইক সম্পর্কে ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, বাংলাদেশি বাইকাররা বছরের পর বছর ধরে জিক্সার সিরিজের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছে এবং সুজুকির এ নতুন সংযোজন বাইকারদের রাইডিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়, কারণ, শুধুমাত্র সুজুকি মোটরবাইকস-ই নিয়ে এসেছে এফআই এবিএস, এফআই ডিস্ক ও কার্ব ডিস্ক সিরিজ বাইক। আর তাই একজন বাইকার জিক্সার সিরিজের বিশাল বাইকের সমাহার থেকে তার পছন্দের বাইকটি পাবেন শুধুমাত্র সুজুকিতেই।

চিফ অপারেটিং অফিসার এ. কে. এম. তৌহিদুর রহমান বলেন, সুজুকি জিক্সার এফআই ডিস্ক এবং জিক্সার এসএফ এফআই ডিস্ক মডেল সুজুকির শ্রেষ্ঠত্বের ঐতিহ্যেকে আরও তরান্বিত করবে। সুজুকি বাইকারদের বিক্রয়ত্তর সেবার নিশ্চিত করতে আমরা প্রতিটি সার্ভিস সেন্টারে ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার নিশ্চিত করেছি।

সুজুকি জিক্সার এফআই ডিস্ক এবং জিক্সার এসএফ এফআই ডিস্ক দুই ভ্যারিয়েন্টের বাইকগুলো পাওয়া যাবে মেটালিক সনিক সিলভার/পার্ল ব্লেজ অরেঞ্জ, গ্লাস স্পার্কল ব্ল্যাক এবং মেটালিক ট্রাইটন ব্লু কালারে। সুজুকি জিক্সার এফআই ডিস্কের বাজার মূল্য ২৩৬,৯৫০/- এবং জিক্সার এসএফ এফআই ডিস্কের বাজার মূল্য ২৯৭,৯৫০/-। এর পাশাপাশি জিক্সার এফআই এবিএস-এর বাজার মূল্য ২৬৬,৯৫০/-, জিক্সার কার্ব ডিস্ক -এর বাজার মূল্য ২২৪,৯৫০/- এবং জিক্সার এসএফ এফআই এবিএস -এর বাজার মূল্য ৩২২,৯৫০/- যা পাওয়া যাবে দেশজুড়ে সুজুকির সকল অনুমোদিত শোরুমে।
সর্বশেষ সংবাদ